thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ছেলের নাম জানালেন মুশফিক

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১৮:২২:৩২
ছেলের নাম জানালেন মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছেলের নাম নিয়ে কিছুটা দোটানায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। অবশেষে নিশ্চিত করলেন মুশফিক জুনিয়রের নাম। নিজের নামের সঙ্গে মিল রেখেই ছেলের নাম রেখেছেন মোহাম্মদ শাহরুজ রহিম মায়ান।

সোমবার নিজের ফেসবুক পেজে ছেলের ছবি দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমার ছেলের সঙ্গে পরিচিত হন।’ ছেলের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছে বড় ব্যবধানে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য সে দুঃখটা ভুলছেন ছেলের মুখটা দেখেই। টেস্ট সিরিজ চলাকালেই পুত্রসন্তানের জন্ম দেন মুশফিক সহধর্মিণী জান্নাতুল কিফায়াত মন্ডি।

একমাত্র ছেলের নাম নিয়ে মুশফিক অবশ্য ভুগছিলেন দ্বিধাদ্বন্দ্বে। বাবা হওয়ার ঠিক পরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘ছেলের নাম নিয়ে একটু দ্বিধায় আছি। সাত দিনের মধ্যেই আকিকা হবে। তখন নাম রাখব।’

৫ ফেব্রুয়ারি সকালে ভূমিষ্ঠ হয় মুশফিকপুত্র। মুশফিকের বাবা হওয়ার খবর নিশ্চিত করেছিলেন নবজাতকের দাদা মাহবুব হামিদ তারা। বাবা হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক—এমন খবর ছড়িয়ে যায় অনেক আগেই। থাইল্যান্ড থেকে মুশফিকের সস্ত্রীক ফেরত আসার পরেই গণমাধ্যমের ছড়িয়ে পড়ে সে খবর।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ব্যস্ত শিডিউলের কারণে পুত্রসন্তান জন্ম নেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি মুশফিক। সন্তান জন্ম নেওয়ার কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন মুশফিক। তবে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটে দলের বাইরে থাকায় ছুটি মেলেনি মুশফিকের।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর