thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৬ জমাদিউস সানি ১৪৪০

কৃষি, কৃষক ও কৃষিবিদ একই সুতোয় গাঁথা : রাষ্ট্রপতি

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ০৯:৪০:০৪
কৃষি, কৃষক ও কৃষিবিদ একই সুতোয় গাঁথা : রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কৃষির উৎকর্ষ ব্যতিরেকে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। মূলত কৃষি, কৃষক ও কৃষিবিদ যেন একই সুতোয় গাঁথা এবং পরস্পর নির্ভরশীল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষিবিদ তথা কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন কৃষি প্রযুক্তি ও অধিক উৎপাদনশীল জাতের বীজ ব্যবহার করে কৃষক আজ ষোলো কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে। বেড়েছে শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধসহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদনও।

তিনি বরেন, আমি আশা করি, কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানীগণ তাদের মেধা, মনন ও উদ্ভাবনী শক্তি দিয়ে কৃষির আরো উন্নয়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে অবদান রাখবেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর