thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫,  ১৬ জমাদিউস সানি ১৪৪০

নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজের আপিলে ক্ষমা প্রার্থনা

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১২:১৫:১৬
নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজের আপিলে ক্ষমা প্রার্থনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০০৬ সালে ত্রুটিপূর্ণ মিটার ও বর্ধিত বিদ্যুৎ বিলসংক্রান্ত একটি মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় আপিল বিভাগে ক্ষমা প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগে হাজির হয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

পরে আদালত এই মামলাটি আগামী ১৫ এপ্রিলের মধ্যে নিষ্পতি করতে আদেশ দেন।

আদালতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। রিটকারী কোম্পানি ম্যাক পেপারস লিমিটেডের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি, ২০০৬ সালে ত্রুটিপূর্ণ মিটার ও বর্ধিত বিদ্যুৎ বিলসংক্রান্ত একটি মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় তার ব্যাখ্যা দিতে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজকে তলব করেন আপিল বিভাগ।

মামলার বিবরণে জানা যায়, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দাবি করা ১২ মাসের বিল অবৈধ ঘোষণা চেয়ে ম্যাক পেপারস লিমিটেড নিম্ন আদালতে মামলা করে। মামলায় ত্রুটিপূর্ণ মিটার ও বর্ধিত বিদ্যুৎ বিল করার অভিযোগ করা হয়। পাশাপাশি ৩ লাখ টাকা করে বিল দিতে অনুমতি দেওয়ার আরজি জানানো হয়। নিম্ন আদালত ২০০৭ সালের ১৫ মার্চ ওই আবেদন খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে প্রতিষ্ঠানটি। চূড়ান্ত শুনানি শেষে ২০০৮ সালের ৪ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেন।

রায়ে প্রতি মাসে ১৭ লাখ টাকা করে বকেয়া ও সাড়ে ৭ লাখ টাকা করে নিয়মিত মাসিক বিল পরিশোধ করতে বলা হয়। এ ছাড়া রায়ে ২০০৮ সালের ৩০ নভেম্বর নিম্ন আদালতে ওই মামলা নিষ্পত্তি করতে বলা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিভিল আপিল দায়ের করেন। আজ ওই আপিলের শুনানির সময় মামলাটি নিষ্পত্তির দীর্ঘসূত্রিতা আপিল বিভাগের নজরে এলে আদালত তার ব্যাখ্যা দিতে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজকে তলব করেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর