thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সাভারে যাত্রীবেশে বাসে ডাকাতি, নিহত চালক

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১৩:২৬:১২
সাভারে যাত্রীবেশে বাসে ডাকাতি, নিহত চালক

সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সুপারভাইজারসহ কয়েকজন যাত্রী। ডাকাতেরা ওই বাস থেকে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে এই ডাকাতির ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম মো. শাজাহান (৪০) তিনি টাঙ্গাইল সদর উপজেলার চরজানা গ্রামের বিষা মিয়ার ছেলে। আহতরা হলেন হেলপার বাদশা মিয়া এবং সুপারভাইজার শহিদুল খান।

আশুলিয়া থানার পুলিশ ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, যাত্রীবেশে উঠে বাসের সব যাত্রীকে সিটের সঙ্গে বেঁধে নগদ টাকা ও মোবাইলফোনসহ মালামাল লুটপাট করে ডাকাতরা। বাসচালক শাহজাহান বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুরে রেখে পালিয়ে যায় ডাকাতরা। বাসটির ভেতরে রক্তাক্ত অবস্থায় চালক, হেলপার ও সুপারভাইজারকে পড়ে থাকতে দেখে আশুলিয়া থানায় খবর দেয় স্থানীয়রা।

প্রথমে ওই তিনজনকে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হয়। শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় গুরুতর আহত বাদশাকে ঢামেক হাসপাতালে নেয়ার পরামর্শ এবং সামান্য আহত শহিদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, এই বিষয়ে পরে বিস্তারিত কথা বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর