thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

৩ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১৪:৪৩:১৪
৩ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং ঢাকা ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৪.৬০ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।

একই সময়ে ঢাকা ডাইং লিমিটেডের শেয়ার দর ১.১৮ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর ২ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে ।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর