thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮, ৬ ভাদ্র ১৪২৫,  ৯ জিলহজ ১৪৩৯

প্রশ্ন ফাঁস : চট্টগ্রামে শিক্ষিকাসহ ৯ পরীক্ষার্থী আটক

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ২২:১০:১০
প্রশ্ন ফাঁস : চট্টগ্রামে শিক্ষিকাসহ ৯ পরীক্ষার্থী আটক

চট্টগ্রাম প্রতিনিধি : এসএসসির পদার্থ বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে এক শিক্ষিকা ও নয়জন পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। এছাড়া ২৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা পটিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

প্রশ্নফাঁসের দায়ে তাদের আটক করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

আটককৃতদের বিরুদ্ধে আইসিটি এক্টে মামলা করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
এ সময় তিনি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত মূল হোতাদেরও গ্রেপ্তার করা হবে।

সকালে এসএসসির পদার্থ বিজ্ঞান পরীক্ষার আগে চট্টগ্রামের আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের মোবাইল ফোনে পাওয়া গেছে ফাঁস হওয়া প্রশ্ন, যা পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল ছিল।

বন্দরনগরীর ওয়াসা মোড়ে পরীক্ষার আগে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ওই প্রশ্ন পাওয়া যায় বলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী জানান।

বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসার জন্য তারা ওয়াসার মোড়ে বাসের ভেতরে অপেক্ষা করছিল।

এসময় শিক্ষার্থীদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট মুরাদ আলী বলেন, শিক্ষার্থীদের হাতে পাওয়া সাতটি মোবাইল ফোনেই পদার্থ বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সকাল নয়টায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষমান শ্যামলী পরিবহনের এই বাসটিতে তল্লাশি চালায়।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে