thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

লিবিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ২০:৩৫:০৯
লিবিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ত্রিপোলির দক্ষিণের বানি ওয়ালিদ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির একটি হাসপাতালের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

হাসপাতালের মুখপাত্র হাতেম আল-তোয়েজার জানান, বনি ওয়ালিদ শহরের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটিতে ৩শ’র বেশি অভিবাসী ছিলেন। তাদের বেশিরভাগই ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক।

উল্লেখ্য, বানি ওয়ালিদ শহরটি রাজধানী ত্রিপোলির দক্ষিণে অবস্থিত। এই শহরটি মানবপাচারকারিদের স্বর্গরাজ্য। লিবিয়ার দক্ষিণে সাব-সাহারার দেশগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের এই শহরে নিয়ে আসা হয়। পরে তাদেরকে নৌকায় করে ইতালিতে পাচার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর