thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রুদ্ররূপে সৌম্য সরকার

২০১৮ ফেব্রুয়ারি ১৫ ১৭:৫০:৪৮
রুদ্ররূপে সৌম্য সরকার

দ্য রিপোর্ট ডেস্ক: ম্যাচের তৃতীয় ওভারে টানা ৩টি বাউন্ডারি হাঁকিয়ে সৌম্য সরকার বুঝিয়ে দিয়েছেন জাতীয় দলে ফিরতে কতটা উদগ্রীব ছিলেন তিনি। ২৪ বছর বয়সী এ হার্ডহিটারের ব্যাটিং তাণ্ডবের ওপর ভর দিয়ে শুরুটা দুর্দান্তই হল বাংলাদেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান।

১৯ বল খেলে ৩৭ রানে অপরাজিত আছেন সৌম্য। এখন পর্যন্ত মেরেছেন ১টি ছয় ৬টি চার। তবে, অপর প্রান্তে দানুশকা গুনাথিলাকার টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন অভিষিক্ত জাকির হাসান। ৯ বলে তিনি করেছেন ১০ রান। ৩ নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম ৩ রানে অপরাজিত আছেন।

মিরপুরে এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের চার তরুণের। এরা হলেন, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও আরিফুল হক, স্পিনার নাজমুল ইসলাম অপু ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।

বাংলাদেশ :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, আরিফুল হক, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

শ্রীলঙ্কা :

দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন সানাকা, আকিলা ধনাঞ্জয়া, ইসুরু উদানা এবং মধুশঙ্কা।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর