thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সৌম্যর পর ফিরলেন আফিফ

২০১৮ ফেব্রুয়ারি ১৫ ১৮:১৬:১০
সৌম্যর পর ফিরলেন আফিফ

দ্য রিপোর্ট ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ৩০ বলে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এ ওপেনার। কিন্তু ৫১ রান করেই কুশল মেন্ডিসের বলে এলবিডব্লিউর ফাঁদে ফিরে যান সৌম্য।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। অধিনায়ক মাহমুদউল্লাহকে (১৯*) নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম (৩৬*)।

আন্তর্জাতিক অভিষেকে শুরুটা ভালো হয়নি জাকির হাসানের। চতুর্থ ওভারের শেষ বলে দানুষ্কা গুনাতিলকার বলে বোল্ড হন জাকির (১০)।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হলো জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল হক অপু এবং আরিফুল হকের।

সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোট পাওয়া সাকিব আল হাসানের বদলে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দিচ্ছেন তিনি।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান ও মোহাম্মদ মিথুন।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে একসঙ্গে অভিষেক হয়েছিল চার জনের।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর