thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

খালেদার রায়ের নকল আজও পাওয়া যায়নি

২০১৮ ফেব্রুয়ারি ১৫ ২০:০১:১২
খালেদার রায়ের নকল আজও পাওয়া যায়নি

দ্য রিপোর্ট প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের অনুলিপি (সার্টিফায়েড কপি) বৃহস্পতিবারও পাওয়া যায়নি।

এই মামলার প্রধান আসামি ও ৫ বছরের সাজা পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা বৃহস্পতিবার দিনভর অপেক্ষা করেন অনুলিপির জন্য।

আদালত সূত্র বলছে, আগামী রবিবার বা সোমবার রায়ের অনুলিপি আসামিদের আইনজীবীদের দেওয়া হবে।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বলেন, ‘রায়ের অনুলিপির জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। কিন্তু বিকেলে আদালতের পেশকার জানিয়েছেন আগামী রবিবার বা সোমবার এ অনুলিপি দেওয়া হবে।’

আদালতের পেশকার মোকাররম হোসেন বৃহস্পতিবার অনুলিপি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, বৃহস্পতিবার তারা নকল পাবেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সব প্রস্তুতি নিয়েছেন। অনুলিপি পেলেই আপিল করবেন। তিনি বলেন, অনুলিপি পেতে এতো সময় লাগার কথা না।’

৮ ফেব্রুয়ারি এই মামলার রায় হয়। রায়ের পর থেকে খালেদা জিয়া পুরান ঢাকায় সাবেক কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে কারাবন্দী আছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর