thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা

২০১৮ ফেব্রুয়ারি ১৬ ১০:১৪:৫৯
নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা

দ্য রিপোর্ট ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান। খবর কাঠমান্ডু পোস্ট।

নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দুই সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। থাম মায়া থাপাকে নারী ও শিশুপ্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং লাল বাবু পণ্ডিতকে জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কে পি শর্মা অলি নেপালের তেরহাতুমে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। মার্ক্সবাদ-লেনিনবাদের দর্শনে আকৃষ্ট হয়ে ১৯৬৬ সালে অলি রাজনীতিতে যোগ দেন। ১৯৭০ সালে তিনি নেপালের কমিউনিস্ট পার্টির সদস্য হন।

এদিকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ‘আমার প্রধান দায়িত্ব ছিল নতুন সংবিধানের অধীনে নির্বাচনের আয়োজন করা। আমি সেটা সফলতার সঙ্গে শেষ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার দায়িত্ব সম্পন্ন হয়েছে। তাই পদত্যাগ করছি।’

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর