thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশকে গুলি

২০১৮ ফেব্রুয়ারি ১৬ ২১:১১:৩২
চট্টগ্রামে চেকপোস্টে পুলিশকে গুলি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে একটি চেকপোস্টে থামতে বলার পর এক পুলিশ কর্মকর্তাকে গুলি করেছে মোটরসাইকেল আরোহীরা।

শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনায় পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘বিকালে নগরীর দুই নম্বর গেট এলাকার চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দেয় পুলিশ সদস্যরা।’

‘তল্লাশি চালানোর আগেই এএসআই আব্দুল মালেককে লক্ষ করে মোটরসাইকেল আরোহীরা গুলি করে।’

ঘটনাস্থল থেকে দুটি মটরসাইকেল এবং হামলাকারীদের একজনকে আটক করেন সেখানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা।

তবে হামলাকারী কতজন ছিল, তারা কারা এবং কয় রাউন্ড গুলিবর্ষণ করেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ওয়ারিশ।

আব্দুল মালেকের হাঁটুর উপরে গুলি লেগেছে বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর