thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাজশাহীতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিলবোর্ডে অগ্নিসংযোগ

২০১৮ ফেব্রুয়ারি ১৭ ১০:১৬:২০
রাজশাহীতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিলবোর্ডে অগ্নিসংযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রচার ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে লাগানো বিলবোর্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নগরীর ঘোষপাড়ার জহরত আলী ছেলে পাপন (৩২), রাব্বুল (৩৫) ও উৎপল (৩৭)।

শনিবার নগরীরর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানান, ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে রাজপাড়া থানার ঘোষপাড়া মোড়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিলবোর্ড লাগানো হয়।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই বিলবোর্ডে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে কয়েকজন যুবক পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ফেনসিডিল ও দুই বোতল বিদেশি মদ পাওয়া যায়। আটকরা সবাই যুবদল কর্মী বলে জানা গেছে।

ওসি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে আসার কথা। এদিন রাজশাহী মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ ও বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধনের কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর