thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারতীয় ৫ সৈন্য হত্যার দাবি পাকিস্তানের; অস্বীকার ভারতের

২০১৮ ফেব্রুয়ারি ১৭ ১১:৫৫:৫৭
ভারতীয় ৫ সৈন্য হত্যার দাবি পাকিস্তানের; অস্বীকার ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক: জম্মু সীমান্তে অভিযানে পাঁচ ভারতীয় সৈন্যকে হত্যা করার যে দাবি পাকিস্তান সেনাবাহিনী করেছে, তা ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ভারত।

বিবাদমান দেশ দুটির সৈন্যরা বৃহস্পতিবার রাতে জম্মুর পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলিতে লিপ্ত হয়েছিল।

এরপর পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, তাদের সীমান্তের ভেতরে একটি স্কুলভ্যান আক্রান্ত হলে তার কড়া জবাব দেন তারা।

তিনি এক টুইটে বলেন, পাকিস্তানি সৈন্যদের অভিযানে ভারতের পাঁচ সৈন্য নিহত এবং বহু হতাহত হয়েছে।

তার এই দাবির প্রতিক্রিয়ায় ভারতীয় সেনা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, বহু ভারতীয় সৈন্য হতাহতের কথাটি পুরোপুরি ভিত্তিহীন।

হতাহতের ঘটনা ঘটলে আমরা পাকিস্তানিদের মতো তা লুকিয়ে রাখি না বলেন তিনি।

এদিকে স্কুলভ্যানে হামলার জন্য ভারতীয় বাহিনীকে দায়ী করে মেজর জেনারেল গফুর বলেছেন, এর মধ্য দিয়ে ভারত জেনেভা কনভেনশন এবং ২০০৩ সালের যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর