thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ ফেব্রুয়ারি ১৮ ১১:৫৪:৩৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। রাজধানীর তেজগাঁও ও গুলশানে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ৯টার দিকে গুলশানের নর্দা এলাকায় রাস্তা পারাপারের সময় আসাদুজ্জামান আজিজ (৩৮) নামের এক ব্যাক্তি মারা যান। তার পিতার নাম সামেজ উদ্দিন।

গুলশান থানার এসআই আব্দুস সালাম জানান, সকালে নর্দা এলাকায় রাস্তা পারাপারের সময় আসাদুজ্জামান আজিজ নামের এক ব্যাক্তিকে বাস চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর তেজগাঁওয়ে কার্ভাড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর রহমান জানান, শনিবার রাত ২ টার দিকে সাজ্জাদ তেজগাঁও এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে বিএসটিআই মোড়ে আসলে একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর