thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

চট্টগ্রামে পুলিশকে গুলি : প্রধান আসামিসহ গ্রেফেতার ৩

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ১০:৩৯:৩৩
চট্টগ্রামে পুলিশকে গুলি : প্রধান আসামিসহ গ্রেফেতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহতের ঘটনায় প্রধান আসামি খোকনসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় প্রথম দফায় তিনজন এবং পরে তিনজন মিলে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলার আনোয়ারা ও নগরীর রহমাননগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- খোকন চৌধুরী (২৪), আয়মান জিহাদ (২২) ও মাহি (১৮)। এদের মধ্যে আনোয়ারা থেকে আয়মান জিহাদ ও খোকন চৌধুরী এবং নগরীর রহমাননগর থেকে মাহিকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ খান বলেন, পেশাদার ছিনতাইকারী খোকনই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল।

গত শুক্রবার বিকেলে নগরীর দুই নম্বর গেইট এলাকার তল্লাশি চৌকিতে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয় পুলিশ সদস্যরা। তখন মোটরসাইকেল থেকে গুলি চালালে আহত হন পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর