thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইরান বিশ্বের জন্য বড় হুমকি: নেতানিয়াহু

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ১০:৫৫:৫৪
ইরান বিশ্বের জন্য বড় হুমকি: নেতানিয়াহু

দ্য রিপোর্ট ডেস্ক : ইরানকে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে ৫৪তম নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

নেতানিয়াহু যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তার হাতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ছিল। এ সময় তিনি দাবি করেন, ইরান ওই ড্রোনটি ইসরায়েলে পাঠিয়েছিল। তিনি বলেন, ইসরায়েল তার আশপাশের অঞ্চল নিয়ে ইরানকে নাক গলাতে দিবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তিকে জার্মানির নাৎসি বাহিনী নিয়ন্ত্রণের জন্য করা মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে বিপজ্জনক ইরানি বাঘকে মুক্ত করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি এফ-সিক্সটিন জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে। ওই ঘটনার পর তেল আবিব ইরানি ড্রোন নামানোর দাবি করেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর