thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

এসপিবিএন সদস্যের গুলিতে কনস্টেবল আহত

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ১১:১৫:৫৭
এসপিবিএন সদস্যের গুলিতে কনস্টেবল আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : অস্ত্র পরীক্ষার সময় প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) এক উপপরিদর্শকের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে গণভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে ‘অসাবধানতাবশত’ এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত কনস্টেবল আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে।

এসপিবিএনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কনস্টেবল রফিক গণমাধ্যমকে জানান, যতদূর জেনেছি অস্ত্র বদল করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে আবদুর রহিমের বুকের ডানপাশে লেগেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, রহিমউদ্দিনকে ঢাকা মেডিকেল থেকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর