thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

জাবি শিক্ষক সমিতি নির্বাচন বয়কটের ঘোষণা বিএনপিপন্থীদের

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ২১:২৫:৫৫
জাবি শিক্ষক সমিতি নির্বাচন বয়কটের ঘোষণা বিএনপিপন্থীদের

জাবি প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০১৮ বয়কটের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তারা।

২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। নির্বাচনে বিএনপিপন্থি ৫৮ জন শিক্ষক মনোনয়নপত্র তুলেছিলেন। নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ায় তারা প্রত্যেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, বেগম খলেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে অন্ধকার প্রকোষ্টে আটকে রেখেছে। তাকে আইনের নূন্যতম অধিকার রায়ের কপি না দিয়ে আপিল করার সুযোগও দিচ্ছে না সরকার। এর ফলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্থ হচ্ছে। তাই এমন ভয়ানক পরিস্থিতিতে প্রতিকী প্রতিবাদের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি না।

সংবাদ সম্মেলনে গণিত বিভাগের অধ্যাপক শরিফ উদ্দিন, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, প্রত্মতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান, বাংলা বিভাগের অধ্যাপক শামিমা সুলতানা, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলামসহ ১১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনে বামপন্থি কোন শিক্ষক অংশগ্রহণ না করায় ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থি ২৮ প্রার্থী দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করছেন। একভাগে সাবেক ভিসি অধ্যাপক শরিফ এনামুল কবিরপন্থী অপর প্যানেলে বর্তমান ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম পন্থিরা লড়ছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর