thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

না'গঞ্জে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

২০১৮ ফেব্রুয়ারি ২০ ০৮:০৬:০৫
না'গঞ্জে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে মেঘনা ঘাট এলাকায় ফ্রেশ সুগার মিলে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে রিমন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় হুমায়ুন নামে অপর এক শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক লিমন বগুড়ার গাবতলী উপজেলার কোরাইল গ্রামের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম বলেন, রিমনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দগ্ধ হুমায়ুনের শরীরের ৩২ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা গুরুতর।

নিহত রিমনের সহকর্মী সাগর জানান, দুপুরে সুগার মিলে কয়েকজন শ্রমিক নতুন একটি মেশিন ফিটিং করছিল। এ সময় পাশের একটি খালি কেমিক্যালের ড্রামের উপর দাঁড়িয়ে ছিল রিমন। ড্রিল মেশিন দিয়ে ড্রামটি ছিদ্র করার সময় আগুন ধরে যায়। এতে তারা দুজন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হলে রিমনের মৃত্যু হয়। দগ্ধ হুমায়ুন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, রিমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর