thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাবির ২ শিক্ষকের গবেষণাপত্রে জালিয়াতির প্রমাণ মেলেনি

২০১৮ ফেব্রুয়ারি ২০ ০৯:৫৩:০৪
রাবির ২ শিক্ষকের গবেষণাপত্রে জালিয়াতির প্রমাণ মেলেনি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পিএইচডির গবেষণাপত্রে জালিয়াতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তদন্ত কমিটির সদস্য ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল বলেন, আমরা ওই দুই শিক্ষকের গবেষণাপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। অসঙ্গতি দেখতে পাইনি।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের পিএইচডি গবেষণাপত্র রচনায় অনৈতিক পথ অবলম্বনের অভিযোগ উঠলে গত বছরের ২৭ অগাস্ট সিন্ডিকেট সভায় এই তদন্ত কমিটি করা হয়।

জালিয়াতির বিষয়টি প্রমাণ না হওয়ায় দুই শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইউম।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর