thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

চট্টগ্রামে ৪০ কোটি টাকা লোপাটে বাবা-ছেলে গ্রেফতার

২০১৮ ফেব্রুয়ারি ২০ ১৪:০০:৩৩
চট্টগ্রামে ৪০ কোটি টাকা লোপাটে বাবা-ছেলে গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি আত্মসাতের ঘটনায় আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের জাকির হোসেন রোডের দক্ষিণ খুলসি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফর কবির চন্দনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দ্য রিপোর্টকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার দুদক চট্টগ্রাম-১ তাদের বিরুদ্ধে কোতোয়ালি (সিএমপি) থানায় মামলা করে।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলম তিনজনের স্বাক্ষর জাল করে ১১২.৯৭ শতাংশ জমি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রামে বন্ধক রেখে ৫টি এলটিআর ও ১সিসি হাইপো- এর বিপরীতে ব্যাংক থেকে উত্তোলিত টাকার মধ্যে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর