thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বেনাপোলে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

২০১৮ ফেব্রুয়ারি ২০ ১৯:২৬:৩০
বেনাপোলে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ২ কেজি দেড়শ গ্রাম ওজনের ৪ পিস স্বর্ণের বারসহ মো. ইসমাইল শেখ (৩১) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বন্দর থানার আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে তাকে আটক করা হয়।

ইসমাইল শেখ ভারতে চেন্নাইয়ের পুরাতন ওয়াসার পেনপেট থানার সাজ্জামুন্নুসামী গ্রামের সেলিম শেখের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো-গ, ১৪-১১৬৯ নম্বরের গ্রীন লাইন পরিবহনে বিপুল পরিমান স্বর্ণের একটি চালান যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রীন লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে ভারতীয় নাগরিক ইসমাইলকে ২ কেজি ১৫০ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানান সুবেদার।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, আটককে স্বর্ণের বারসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএসআর/ফেব্রুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর