thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ শুরু

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ০৯:১৫:০৬
ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে টানা ৫টা পর্যন্ত।

ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেন। সেই মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার ভোটার সংখ্যা ২ হাজার ৮৭৪ জন।

ডিইউজে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ব্যানার, ফ্যাস্টুনে ছেয়ে গেছে। সকল প্রার্থী নিজেদের ছবি যুক্ত ব্যানার টানিয়েছেন। প্রেসক্লাব প্রাঙ্গণ জুড়েই চলছে ভোট উৎসব। লাইন ধরে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীর সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন, হাতে প্রচারপত্র নিয়ে। কেউ একজন ভোট দিতে গেলে, তার হাতে দেওয়া হচ্ছে প্রচারপত্র। শান্তিপূর্ণ ভাবে চলছে সাংবাদিকদের ট্রেড ইউনিয়নেট ভোট যুদ্ধ।

এবারের ডিইউজে নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংবাদিকদের প্যানেল হলো- আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু, আতাউর রহমান-এম এ কুদ্দুস, কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী এবং জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল প্যানেল।

এছাড়া প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র লড়াই করছেন ৫ জন। তারা হলেন- অমিয় ঘটক পুলক, অনুপ খাস্তগির, রওশন ঝুনু, সেবীকা রানী ও গাজী জহিরুল ইসলাম।

এদিকে সহ-সভাপতি পদে লড়াই করছেন আল আব্বাস, কাজী মোহাসীন, খন্দকার মোজাম্মেল হক, বরুণ ভৌমিক নয়ন ও মঞ্জুশ্রী। যুগ্ম সম্পাদক পদে লড়াই করছেন, খায়রুল আলম, আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিয়া ও শামীমা আক্তার। নির্বাহী সদস্য ৯ পদের বিপরীতে প্রার্থী লড়াই করছেন ৩৪ জন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর