thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

শাবিতে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

২০১৮ মার্চ ০৩ ১৮:৩৭:০০
শাবিতে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে এক যুবক। তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

অপরদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে ছাত্ররা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। জনপ্রিয় এ শিশুসাহিত্যিকের কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

তিনি বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।

একটি জরিপের তথ্য অনুসারে, তিনি লেখক হিসেবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে।

জাফর ইকবালের জন্ম ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, সিলেটে। তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর