thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮, ২ পৌষ ১৪২৫,  ৭ রবিউস সানি ১৪৪০

প্রগতি লাইফের সঙ্গে ঢাবি’র অর্থনীতি বিভাগের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

২০১৮ মার্চ ০৮ ১৫:২৪:৪৩
প্রগতি লাইফের সঙ্গে ঢাবি’র অর্থনীতি বিভাগের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

দ্য রিপোর্ট ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের সঙ্গে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে।

প্রগতি লাইফের সিইও মো. জালালুল আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. নাজমা বেগম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদেরকে গ্রুপ বীমা সেবা প্রদান করবে। ইতমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থী প্রগতি লাইফের বীমা সেবা অন্তর্ভুক্ত হয়েছেন। পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে প্রগতি লাইফ বীমা সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান; অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক, অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স এর উপ ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. সেলিমুল হক জেনারেল ম্যানেজার (অপারেসন্স), এবং প্রকল্প পরিচালক জিয়াউল হক। এছাড়াও অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর