thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বাংলাদেশের সামনে বড় টার্গেট

২০১৮ মার্চ ১০ ২২:০২:৪৭
বাংলাদেশের সামনে বড় টার্গেট

দ্য রিপোর্ট ডেস্ক: উড়ন্ত সূচনা এনে দিলেন কুসল মেন্ডিস। মাঝে ঝড় তুললেন কুসল পেরেরা। টর্নেডো ইনিংসে শেষ করলেন উপুল থারাঙ্গা। তাদের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

৬ উইকেটে শ্রীলঙ্কা তুলেছে ২১৪ রান। এত রান তাড়া করে টি-টোয়েন্টিতে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। ১৬৪ রানের বেশি লক্ষ্য কখনো সফলভাবে পেরোতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ কোনো দলের।

বাংলাদেশ সর্বশেষ ১৪ টি-টোয়েন্টির ১৩টিতেই হেরেছে। সর্বশেষ জয়টা এ মাঠে। পরাজয়ের বৃত্ত ভাঙতে এটাই হতে পারে বাংলাদেশের প্রেরণা। যদিও বাংলাদেশের বোলিং খুব একটা আশা জাগাল না। ব্যাটসম্যানদের ওপরও ভরসা করা কি?

বাংলাদেশকে রানবৃষ্টিতে ভাসিয়ে দেওয়ার পূর্বাভাস ৫৬ রানের উদ্বোধনী জুটিতেই দিয়েছিল শ্রীলঙ্কার। মোস্তাফিজ উদ্বোধনী জুটি ভেঙেছিলেন গুণাথিলাকাকে বোল্ড করে। যদিও দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কা যোগ করে ৮৫ রান।

কিছুতেই কাজ হচ্ছে না দেখে নিজের ভুলে যাওয়া বোলার পরিচয়টার কথা যেন মনে পড়ে যায় মাহমুদউল্লাহর। সপ্তম বোলার হিসেবে আক্রমণে এসে এক ওভারে ২ উইকেট তুলে নেন অধিনায়ক। কুশল মেন্ডিসকে (৩০ বলে ৫৭) ক্যাচ বানিয়েছেন সাব্বিরের। দুই বলের মধ্যে আবারও সাব্বিরের ক্যাচ বানিয়েছেন শানাকাকে। পরের ওভারে সাব্বিরের আরেকটি ক্যাচ। দিনেশ চান্ডিমালের উইকেটটা তাসকিনের নামে লেখা হলেও পুরো কৃতিত্ব সাব্বিরের। দারুণ ক্যাচ নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর