thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ মার্চ ১১ ১১:১৩:১৩
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গেণ্ডারিয়া ও আসাদগেটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে গেণ্ডারিয়া থানার দয়াগঞ্জ চৌরাস্তা ও আসাদগেটের মাঝামাঝি আড়ংয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- নুরুল ইসলাম হাওলাদার (৬০) দনিয়াবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়। আলমগীর হোসেন হাওলাদারের (৪০) বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার কাটাখালী এলাকায়।

গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, দয়াগঞ্জ চৌরাস্তা এলাকায় নুরুল ইসলাম হাওলাদার রাস্তা পার হতে গেলে বাসচাপায় আহত হন। তাৎক্ষণিক নুরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আসাদগেটের মাঝামাঝি আড়ংয়ের পাশের সড়কে একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আলমগীর হোসেন ছিটকে মাটিতে পড়ে যান। এ সময় ওই প্রাইভেটকারটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর