thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বিএনপি সোমবারের জনসভার অনুমতি পেতে এখনও আশাবাদী

২০১৮ মার্চ ১১ ১৭:৫৯:১২
বিএনপি সোমবারের জনসভার অনুমতি পেতে এখনও আশাবাদী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আবেদন করলেও পুলিশের পক্ষ থেকে এখনো সোমবারের জনসভার অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অনুমতি পেতে এখনও আশাবাদী তিনি।

রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। রাতের মধ্যেও যদি অনুমতি পাই, দলের নেতাকর্মীরা সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হবে। রাত ৮-৯টা বাজলেও পুলিশের পক্ষ থেকে জনসভার অনুমতি দেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির জনসভায় ভয় পেয়ে ক্ষমতাসীনরা পুলিশ দিয়ে অনুমতি না দেয়ার কাজটি করছে বলে মন্তব্য করে রিজভী বলেন, ১৬ কোটি মানুষের দেশ এটা। এখানে উল্টাপাল্টা করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। আর যদি অনুমতি না দেয় তাহলে বোঝা যাবে তারা গণতন্ত্রকে গলা টিপে ধরছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেয় দলটি। এদিকে জনসভা সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি পায়নি বিএনপি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর