thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতা আটক

২০১৮ মার্চ ১২ ১২:৫৮:০৩
রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতা আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবর রহমানসহ শীর্ষ ১০ নেতাকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে নগরের হেতেম খাঁ ছোট মসজিদের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন, নগর জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, নগর সেক্রেটারি অধ্যাপক সিদ্দিক হোসাইন, পশ্চিম জেলা সভাপতি আব্দুল খালেক, পূর্ব জেলা আমির রেজাউর রহমান, পূর্ব জেলা নায়েবে আমির মাইনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জর গিফারি, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমির রফিকুল ইসলাম, শিবিরের রাজশাহী পশ্চিম জেলা সভাপতি তৈয়ব আলী, বাড়ির মালিক ও বোয়ালিয়া থানার সহকারী সেক্রেটারি মজিবুর রহমান।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সকাল ৭টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে। পরে ওই বাড়িতে তল্লাশি করে জামায়াতের শীর্ষ ১০ নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, সিটি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াত নেতারা এই বৈঠক করছিল।
আটক অন্য নেতারা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. আবুল হাশেম, রাজশাহী জেলার আমির অধ্যাপক আবদুল খালেক ও চাঁপাইনবাবগঞ্জের আমির মাওলানা আবু জার গিফারী। বাকি ছয় নেতার নাম জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১২, ২০১৮ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর