thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

নেপালে বিমান দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন

২০১৮ মার্চ ১৩ ১২:২৪:১৫
নেপালে বিমান দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন

দ্য রিপোর্ট ডেস্ক : কাঠমান্ডুতে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে নেপাল।

নেপালের মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডু ট্রিবিউন।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সিংহ দরবারে এ সভা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রাক্তন সচিব যজ্ঞ প্রসাদ গৌতমকে।

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপস্থিতি হওয়া বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে মঙ্গলবার সকাল থেকে। নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু পণ্ডিত জানিয়েছেন, মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিশনকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল ড. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধব প্রসাদ সুবেদি। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব বুদ্ধি সাগর লামিছানে ।

বৈঠকে বাংলাদেশের বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর