thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

একরাম হত্যার দায়ে ৩৯ জনের মৃত্যুদণ্ড

২০১৮ মার্চ ১৩ ১৬:০০:৪০
একরাম হত্যার দায়ে ৩৯ জনের মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

১৬ জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ফেনী জেলা দায়রা জজ আমিনুল হক এই রায় দেন।

রায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি হাফেজ আহমেদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হককে (৪৭) প্রকাশ্যে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর