thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

২ বছর পর লন্ডনে কার্গো পরিবহন শুরু

২০১৮ মার্চ ১৪ ০৯:৪৯:১৬
২ বছর পর লন্ডনে কার্গো পরিবহন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা দুই বছর বন্ধ থাকার পর বুধবার (১৪ মার্চ) থেকে আবার যুক্তরাজ্যের লন্ডনে কার্গো পরিবহন শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যুক্তরাজ্যের কার্গো নিরাপত্তামান সনদ এসিসিথ্রি অর্জনের মাধ্যমে বিমান এই সুযোগ পেল।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার বেলা পৌনে ১১টায় বিজি-০০১ ফ্লাইটে করে ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো পরিবহন শুরু হবে।

২০১৬ সালের ৮ মার্চ যুক্তরাজ্য সরকার বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে বিমানের ঢাকা-লন্ডন পথে সরাসরি কার্গো পরিবহন বন্ধ হয়ে যায়।

গত দুই বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো আমদানি ও রপ্তানি শাখায় ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তামান অনুযায়ী বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার মান বাড়াতে উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়।

এসব পদক্ষেপের পরই কার্গো পরিবহনে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর