thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

টাইগারদের টার্গেট ১৭৭ রান

২০১৮ মার্চ ১৪ ২১:১৫:২৫
টাইগারদের টার্গেট ১৭৭ রান

দ্য রিপোর্ট ডেস্ক : নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে বাংলাদেশের সামনে ১৭৭ রানের বড় টার্গেট দিয়েছে ভারত। রোহিত শর্মার ৬১ বলে ৮৯ রানের এক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে তারা।

কলম্বোর প্রেমাদাসায় নিদাহাস ট্রফির আজ ষষ্ঠ ম্যাচ। নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে টাইগার দলপতির সিদ্ধান্ত ফিল্ডিং করার।

দলে ছিল এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের বদলে দলে জায়গা হয়েছে আরেক পেসার আবু হায়দার রনির।

ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের আক্রমণাত্মক বোলিং। শুরুর দিকে উইকেট না পেলেও ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছিল টাইগার বোলাররা।

রোহিত শর্মা-শিখর ধাওয়ানের জুটি থেকে আসে বলে আসে ৭০ রান। দশম ওভারের শেষ বলে ধাওয়ানকে বোল্ড করেন রুবেল হোসেন। তার ব্যাটে আসে ২৭ বলে ৩৫ রান।

এরপর ১৯.১ ওভারের সময় আবারও আঘাত হানেন রুবেল। ৩০ বলে ৪৭ করা সুরেশ রায়নাকে ফেরান তিনি। ইনিংসের শেষ বলে ডান-হাতি এই পেসারের হাতেই রান আউট হয়ে মাঠ ছাড়েন রোহিত।

২০ ওভার শেষে ভারতীয়দের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট ১৭৬ রান।

এই ম্যাচ জিতলে নিদাহাস ট্রফির ফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে টাইগাররা। অন্যদিকে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর