thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কনক কান্তি

২০১৮ মার্চ ১৬ ১৫:৪১:৪৯
বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কনক কান্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। তিনি এর আগে নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিনের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়। আগামী ২৪ মার্চ থেকে তিন বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি।

বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য পদে অধ্যাপক কামরুল হাসান খান দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৭৭ সালে এমবিবিএস সম্পন্ন করেন ডা: কনক।তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সভাপতি।

শুক্রবার (১৬ মার্চ) নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিনের দায়িত্ব পালন করে আসা ডা. কনক সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারই তাকে নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ উপাচার্য। এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালিত করতে আমি সবার সহযোগিতা চাই।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর