thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

গ্রিসে নৌকাডুবিতে নিহত ১৬

২০১৮ মার্চ ১৮ ০৮:১০:৪৪
গ্রিসে নৌকাডুবিতে নিহত ১৬

দ্য রিপোর্ট ডেস্ক : গ্রিসের একটি উপকূলে নৌকাডুবিতে পাঁচ শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ মার্চ) তুরস্ক সীমান্তে গ্রিসের আগাথোনিসি দ্বীপের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে। খবর- রয়টার্সে।

নৌকাটিতে মোট ২২ জন আরোহী ছিল বলে জানা গেছে। তবে তারা ঠিক কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রিক কোস্টগার্ড জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে কর্তৃপক্ষ জানায়।

২০১৫ থেকে এ পর্যন্ত প্রায় একশর বেশি অভিবাসী নৌকাডুবিতে নিহত হয়েছেন বলে গ্রিসের অভিবাসন মন্ত্রী দিমিত্রি ভিতসাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন।

গত এক মাসে গ্রিসে এটাই সবচেয়ে বড় অভিবাসী নিহতের ঘটনা। এসব অভিবাসীদের বেশির ভাগই তুরস্ক থেকে আসা।

দিমিত্রি ভিতসাস বলেন, ‘আগিয়ান সাগরে শিশুদের এভাবে ডুবে যাওয়া আমরা সহ্য করব না। এর একটা সুষ্ঠু সমাধান দরকার। শরণার্থী এবং অভিবাসীদের গ্রিসে আসার জন্য নিরাপদ রাস্তা ব্যবহার করতে হবে। এতে করে মানবপাচার বন্ধ হবে অনেকটা।’

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর