thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নিদাহাস ট্রফি : সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভারত

২০১৮ মার্চ ১৮ ১১:১৯:২৯
নিদাহাস ট্রফি : সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে রবিবার (১৮ মার্চ) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। এমনকি দলের মূল খেলোয়ারদের বিশ্রামে রেখেও চলতি নিদাহাস ট্রফিতে তারা যেভাবে পারফর্ম করেছে তা প্রশংসা পাওয়ারই যোগ্য। অন্যদিকে বাংলাদেশের শুরুটা হার দিয়ে হলেও স্বাগতিক শ্রীলঙ্কাকে দুই ম্যাচে হারিয়ে ফাইনালে এসেছে।

বিশেষত, চাপের মধ্যে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে জয় দলটির ইতিহাসে অন্যতম সেরা। জয়টা কি বরাবরের ফেবারিট ভারতের দিকেই যাবে, নাকি লড়াকু বাংলাদেশের সামনে তারা মাথা নত করবে?

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ৫ উইকেটে হেরেছিল স্বাগতিক শ্রীলঙ্কার কাছে। এরপর দলটির পারফরম্যান্সের ধারাই বদলে গেছে। পরের টানা তিন ম্যাচের দুটিতে বাংলাদেশকে এবং একটিতে লঙ্কানদের হারিয়ে সবার আগে তারা নিশ্চিত করেছে ফাইনাল।

অন্যদিকে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচেই দারুণ লড়াই করেছে। প্রথম ম্যাচে মুশফিকুর রহীমের ব্যাটে ২১৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে জেতে। আর ফাইনালে ওঠার চরম উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অনেক ঘটনাপূর্ণ শেষ ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তারা মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। এর মাঝে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয় পেতে পারত টাইগাররা। টপ অর্ডারের ব্যর্থতায় তা সম্ভব হয়নি।

টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় বোলিং। বোলাররা রান দিয়েছেন বেশি, উইকেট পেয়েছেন কম। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে খরুচে বোলার। তবে আরেক পেসার রুবেল হোসেন ভারতের বিপক্ষে দুই ম্যাচেই ভাল বোলিং করেছেন। এছাড়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফেরায় দলের ব্যাটিং-বোলিং দু'দিকেই শক্তি বেড়েছে।

ভারতের টিনএজ স্পিনিং-অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও পেস বোলিং-অল রাউন্ডার বিজয় শংকর পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ বল করেছেন। বিশেষত, সুন্দর। টুর্নামেন্টের এই সর্বোচ্চ উইকেটশিকারী শেষ ম্যাচে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। পাওয়ার প্লেতে বেশিরভাগ সময় বল করার পরও তার ইকোনমি রেট ৫.৮৭।

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে একেবারে খারাপ খেলেনি বাংলাদেশ। তবে ব্যাটিং অর্ডার ধসে না পড়লে এবং ভারতকে মোটামুটি কম রানে বেধে ফেলতে পারলে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। হাজার হোক, টাইগাররা এখন জানে কিভাবে লক্ষ্য তাড়া করতে হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর