thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমানকে হাইকোর্টে তলব

২০১৪ মার্চ ০২ ১২:৪৪:৪০
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমানকে হাইকোর্টে তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিচার ব্যবস্থা নিয়ে বিরূপ কলাম লেখায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে হাইকোর্টে তলব করা হয়েছে।

আগামী ৬ মার্চ তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখা দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের জামিনাদেশ নিয়ে পত্রিকায় বিরূপ কলাম লেখায় আদালত অবমাননার অভিযোগ এনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।


রবিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহেমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান রুল জারির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

তবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেব প্রথম আলোর বিরুদ্ধে একটি আদালত অবমাননার আবেদনও করেছেন বলে জানা গেছে। তার এ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দৈনিক প্রথম আলোর মতামত পাতায় ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ এবং ১ মার্চ শনিবার ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শিরোনামে পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের কলাম প্রকাশিত হয়।

এই দুটি কলাম লেখায় আদালত অবমাননার অভিযোগে হাইকোর্ট এ আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এসএ/ এমডি/ মার্চ ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর