thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

হিল উইমেন্স ফেডারেশনের ২ নেত্রীকে অপহরণ

২০১৮ মার্চ ১৮ ১৪:১৫:৫৮
হিল উইমেন্স ফেডারেশনের ২ নেত্রীকে অপহরণ

রাঙ্গামাটি প্রতিনিধি : ইউনাইটেড পিপলস ডোমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়া সোনা চাকমাকে অপহরণের অভিযোগ উঠেছে।

রবিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কতুকছড়ি আবাসিক এলাকায় তাদের অপহরণ করে নিয়ে যায়।

ইউপিডিএফ সমর্থিত রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা রোববার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্বৃত্তরা ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় এবং হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এসময় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্শশিং চাকমা আহত হন।

দুর্বৃত্তরা মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে আবাসিকের বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের পাশের জঙ্গলে নিয়ে যায়।’

এদিকে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপহৃতদের মুক্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর