thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

চুয়াডাঙ্গায় ২ লক্ষাধিক মার্কিন ডলারসহ ৮ বাংলাদেশি আটক

২০১৮ মার্চ ১৮ ১৭:৩৯:৪৪
চুয়াডাঙ্গায় ২ লক্ষাধিক মার্কিন ডলারসহ ৮ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার মার্কিন ডলারসহ (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা) ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান।

আটকরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৮), মাদারীপুর সদর উপজেলার শ্রীনাদি গ্রামের বাদশা মাতব্বরের ছেলে উজ্জ্বল আহমেদ (৩১), একই জেলার শিবচর উপজেলার জাদুয়ারচর গ্রামের মৃত সামাদ মুন্সির ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), রাজৈর উপজেলার শংকরদী গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হান্নান (৩৮), ঢাকা জেলার শ্যামপুরের হাবিবুর রহমানের ছেলে আনিসুর রহমান (২৯), একই জেলার শ্যামপুর থানার আব্দুর রহমানের ছেলে আতিকুল রহমান (৩১), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের ফজলুর রহমানের ছেলে হেদায়েত আলী (৪০) এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৮)।

আরশাদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা জয়নগর চেকপোস্টে বাংলাদেশি পাসপোর্টধারী ৮ যুবককে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এসব মার্কিন ডলার উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর