thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

মশার ‘প্রজননকেন্দ্র’ পাওয়া গেলে বাসার মালিকের জেল-জরিমানা

২০১৮ মার্চ ১৯ ১৯:০৯:০৭
মশার ‘প্রজননকেন্দ্র’ পাওয়া গেলে বাসার মালিকের জেল-জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘বাসাবাড়িতে এডিস মশা ‘প্রজননের ক্ষেত্র’ থাকলে জেল-জরিমানা হবে বাড়ির মালিকের।’

সোমবার দুপুরে নগর ভবনে এডিস মশার বিস্তার রোধে করণীয় ঠিক করতে বিশেষ বৈঠকে শেষে এ কথা জানান তিনি।

মেয়র জানান, মঙ্গলবার নগরবাসীর উদ্দেশে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এতে রাজধানীর বাসিন্দাদের নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হবে। পরিত্যক্ত পানির পাত্র, যাতে এডিস মশা বংশ বিস্তার করতে পারে এটি রাখা যাবে না।

মেয়র সাঈদ খোকন আরও জানান, ৮ এপ্রিল থেকে মশার ‘প্রজননক্ষেত্রের’ সন্ধানে বাড়িতে বাড়িতে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। যদি কারও বাড়ির সীমানার ভেতরে এমন কিছু পাওয়া যায়, তবে সেই বাড়ি বা হোল্ডিংয়ের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।

এ সময় মেয়র দৃঢ়কণ্ঠে বলেন, নগরবাসী কোনো বিব্রত অবস্থায় পড়ুক, এটা কারোরই কাম্য নয়। তবে মশার বিস্তার রোধে এই কার্যক্রম শক্ত হাতে পরিচালনা করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর