thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ইরান পরমাণু বোমা বানালে আমরাও বানাবো : সৌদি যুবরাজ

২০১৮ মার্চ ২০ ০৯:৫১:১৮
ইরান পরমাণু বোমা বানালে আমরাও বানাবো : সৌদি যুবরাজ

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানালে সৌদি আরবও বানাবে।আমেরিকার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানালে প্রয়োজনে সৌদি আরবও বানাবে। খবর- বিবিসির।

ইরানকে মোকাবেলায় সৌদি আরব নিউক্লিয়ার বোমা বানাবে কি-না সে প্রশ্নের উত্তরে যুবরাজ সালমান বলেন, সৌদি আরব কোনও ধরনের নিউক্লিয়ার বোমা তৈরি করতে চায় না। তবে ইরান যদি নিউক্লিয়ার বোমা বানায় তবে সৌদি আরব যুত দ্রুত সম্ভব সে পথ অনুসরণ করবে।

ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মধ্যপ্রাচ্যের নতুন হিটলার হিসেবে অভিহিত করার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল।

"আপনি কি আয়াতুল্লাহ খামেনিকে 'নিউ হিটলার অব মিডল ইস্ট' বলে মন্তব্য করেছেন?" এর উত্তরে যুবরাজ সালমান বলেন "বিলক্ষণ"

কেন? সে প্রশ্নে সৌদি যুবরাজ বলেন, "কারণ সে আধিপত্য বিস্তার করতে চায়। সে মধ্যপ্রাচ্যে নিজের প্রজেক্ট বা নিজস্ব উচ্চাকাঙ্খা বাস্তবায়ন করতে চায়। অনেকটা ঠিক যেভাবে হিটলার চেয়েছিল এবং ইউরোপের ও বিশ্বের অনেক দেশই বুঝতে পারেনি তার ভয়াবহতা যতক্ষণ না বিপদজনক পরিণতি ঘটেছে। সেই একইরকম ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটুক সেটি আমি চাইনা।"

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর