thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

২৮১ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ ফিরেছে

২০১৮ মার্চ ২০ ১১:০৩:৪৩
২৮১ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ ফিরেছে

নোয়াখালী প্রতিনিধি : ২৮১ জন যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ এমভি মনিরুল হক নিরাপদে তীরে ফিরে এসেছে।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে জাহাজটিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে আনা হয়।

হাতিয়া বিআইডব্লিউটিসি নৌঘাটের ইজাদার আলমগীর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ২৮১ জন যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ এমভি মনিরুল হক মঙ্গলবার সকাল ৭টার দিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে এসেছে। এর আগে রাত ২টার দিকে জাহাজটিতে থাকা দ্বিতীয় ইঞ্জিন সচল হয়। ফলে কোনো সমস্যা হয়নি, জাহাজটি নিরাপদেই ফিরে আসে।

তিনি আরও জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৮১ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজটি বঙ্গোপসাগরে আটকা পড়ে। তার আগে চট্টগ্রাম সদরঘাট থেকে বিকেলে জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়।

চট্টগ্রাম সদরঘাট কুলি সর্দার কালাম জানিয়েছেন, সোমবার বিকেলে সদরঘাট (চট্টগ্রাম) থেকে এমভি মনিরল হক জাহাজটি ২৮১ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। ঘণ্টাখানেক পর ওই জাহাজের কারো সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর