thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

অস্ত্র উদ্ধারে নিহত ডিবির পরিদর্শকের ময়নাতদন্ত সম্পন্ন

২০১৮ মার্চ ২০ ১১:৪৫:১২
অস্ত্র উদ্ধারে নিহত ডিবির পরিদর্শকের ময়নাতদন্ত সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহত গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস গণমাধ্যমকে জানান, পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের ময়নাতদন্ত শেষ হয়েছে। সকাল ১০টার শুরু হয় প্রায় পৌনে এক ঘণ্টা সময় নিয়ে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ সময় তার মাথা থেকে একটি গুলি বের করা হয়েছে। এ গুলির কারণেই তার মৃত্যু হয়েছে।

এর আগে মিরপুর থানা পুলিশ তার সুরতাল প্রতিবেদন তৈরি করেছে বলেও জানান ডা. প্রদীপ বিশ্বাস।

এর আগে সোমবার (১৯ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অস্ত্র উদ্ধার অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় জালাল উদ্দিনকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর