thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

যান্ত্রিক ত্রুটি : ছেড়ে যাওয়ার পর ফিরে এলো বিমানের ফ্লাইট

২০১৮ মার্চ ২০ ১৪:৫৩:২৮
যান্ত্রিক ত্রুটি : ছেড়ে যাওয়ার পর ফিরে এলো বিমানের ফ্লাইট

দ্য রিপোর্ট প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা থেকে সৈয়দপুরে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ড্যাশ-৮)।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১২টা ৪৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে ফ্লাইটটি।

জানা গেছে, ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ১২টা ২৮ মিনিটে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি-৪৯৩। পরবর্তীতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দিলে ১২টা ৪৪ মিনিটে সৈয়দপুরে না গিয়ে শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে এটি।


এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, খুব মেজর সমস্যা হয়নি। বিমান বাংলাদেশ নিজেরাই সমাধান করেছে। বড় সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতো তারা। তবে এটাকে জরুরি অবতরণ বলা যাবে না।

কয়েক দিন আগে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজের মতো বিমানের বিজি ৪৯৩ ফ্লাইটটিও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর