thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

জালালের হত্যাকারীদের শাস্তির মুখোমুখি করা হবে : আইজিপি

২০১৮ মার্চ ২০ ১৫:০১:৩৯
জালালের হত্যাকারীদের শাস্তির মুখোমুখি করা হবে : আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগের পরিদর্শক জালাল উদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আইনের আওতায় নিয়ে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার (২০ মার্চ) রাজারবাগে নিহত পুলিশ সদস্যের জানাজা শেষে তিনি এই আশ্বাস দেন।

আইজিপি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ মার্চ) মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি অপারেশনে যায় পুলিশ। তারা সেখানে থাকা দুষ্কৃতিকারীদের বাড়িটি ঘিরে ফেলে। তখন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এর জবাবে পুলিশও গুলি চালায়। গোলাগুলিতে আহত হন ইন্সপেক্টর জালাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জালাল মারা যান। ’

নিহত পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা ও সবসময় পাশে থাকার আশ্বাস দেন আইজিপি।
ইন্সপেক্টর জালাল উদ্দিনের জানাজায় আইজিপি, ডিএমপির কমিশনারসহ পুলিশ হেডকোয়োর্টার্স, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর