thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

শেহরিন ও শাহিনের সফল অস্ত্রোপচার

২০১৮ মার্চ ২১ ১৩:৫৩:৩১
শেহরিন ও শাহিনের সফল অস্ত্রোপচার

দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদ ও শাহীন বেপারির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় দি‌কে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানান হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় তাদের অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার শেষে তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাদের আইসিইউতে রাখা হয়েছে।

তিনি বলেন, বুধবার যে অস্ত্রোপচার হচ্ছে তা মূলত মেডিকেল টিমের টিম ওয়ার্ক। তবে তাদের দু’জনেরই ডিপ বার্ন থাকায় সেটিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া তাদের শ্বাসনালীও পরীক্ষা করা হবে।

গত ১২ মার্চ (সোমবার) ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান শাহীন বেপারি ও শেহরিন অাহমেদসহ ৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর