thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পটিয়ার জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

২০১৮ মার্চ ২১ ১৫:৪৮:০৪
পটিয়ার জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা মঞ্চে পৌঁছেছেন। এ সময় তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। লক্ষ জনতা তার শুভেচ্ছারও জবাব দেন।

বুধবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছান। এ সময় তিনি ৪১ প্রকল্পের উদ্বোধন ও মোনাজাত শেষে মঞ্চ ওঠেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সভাপতি মোছলেম উদ্দিন আহমদ জনসভায় সভাপতিত্ব করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়েছে উঠে জনসভাস্থল পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। দুপুরের পর থেকে জনসভাস্থল ছাপিয়ে আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়েছে সাধারণ জনগণ।

পুলিশের তিন হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

১৭ বছর পর পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আসলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে পটিয়ায় এটি তার প্রথম সফর।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব বন্দর জেলার এই উপজেলায়। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। পাশাপাশি বড় বড় বিলবোর্ড আর তোরণে শোভা পাচ্ছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় যোগ দিতে আসেন দলটির নেতাকর্মীরা।

প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে পটিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল ৮০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের নৌকা আকৃতির মঞ্চ নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশে ৩টি প্রবেশপথ রাখা হয়েছে। জনসভার প্রস্তুতি হিসেবে দিনব্যাপী মাইকিং করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনের উৎসবে পিছিয়ে নেই আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরাও। সড়কের মোড়ে মড়ো এমপি হিসেবে দেখতে চাই লেখা তোরণ ও বিলবোর্ডও চোখে পড়ার মতো।

এদিকে, বুধবার বেলা ১১টায় বাংলাদেশ নেভাল একাডেমির (বিএনএ) অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর