thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

বিমান বিধ্বস্তে নিহত বাকি ৩ জনের লাশ শনাক্ত

২০১৮ মার্চ ২১ ১৫:৫৭:২৭
বিমান বিধ্বস্তে নিহত বাকি ৩ জনের লাশ শনাক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপালের কাঠমুন্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির লাশ শনাক্ত করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস গণমাধ্যমকে এ তথ্য জানান।

মাশফি বিনতে শামস জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেওয়ার বিষয়ে কাজ করছে।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন, যার মধ্যে ২৬ জন বাংলাদেশি। বিমানের ৩৬ বাংলাদেশি আরোহীর মধ্যে আহত হন ১০ জন।

নিহত ২৩ জনের লাশ গত সোমবার (১৯ মার্চ) দেশে আনা হয়। তাদের বেশির ভাগেরই দাফনও সম্পন্ন হয়েছে।

আহতদের মধ্যে সাত জনকে দেশে আনার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনকে সিঙ্গাপুরে ও একজনকে দিল্লিতে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর