thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিমানের টয়লেট থেকে ৯ কেজি সোনা উদ্ধার

২০১৮ মার্চ ২১ ১৬:৫২:১৪
বিমানের টয়লেট থেকে ৯ কেজি সোনা উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এবার বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। ৮০ পিস সোনার বারের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা।

বুধবার (২১ মার্চ) দুবাই-সিলেট-ঢাকা বিজি২৪৮ বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আজ অপর অভিযানে ভারতীয় দুই যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকার ২ কেজি ৭৮৪ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। সকালে দুবাই-ঢাকা ইকে৫৮৬ বিমানে আগত ভারতীয় যাত্রী গুরজান্ত সিং এবং অনীল কুমার নামের যাত্রীদের কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস হাউস জানায়, দুবাই-সিলেট-ঢাকায় আগত বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ তোলা ওজনের মোট ৮০টি সোনার বার আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি২৪৮ বিমান তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় টয়লেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আটকের এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর